এবার উচ্চ মাধ্যমিকেও নিতে হবে টেস্ট। মঙ্গলবার এমনই জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিষয় পিছু ৫০ নম্বরের এই লিখিত পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এতদিন উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়ার বিষয়টি স্কুলগুলির উপরেই ছেড়ে রাখা ছিল। অন্যদিকে, এদিনই দশম এবং দ্বাদশ শ্রেণীতে বাধ্যতামূলকভাবে টেস্ট নেওয়ার কথা জানিয়ে দিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তা নিতে বলা হয়েছে। সফল প্রার্থীদের ফর্ম ফিলাপ করে তা ১৪ই জানুয়ারির মধ্যে জমাও দিতে হবে। এ থেকেই স্পষ্ট, টেস্টে ঢালাও পদ্ধতিতে পাশ করানোর পক্ষপাতী নয় পর্ষদ।