করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে গত বছর লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তবে লকডাউন চলাকালীন কাজ হারানো নিয়ে বিস্তারিত কোনও তথ্য কেন্দ্রের হাতে নেই। মাত্র তিন মাসের পরিসংখ্যানই তুলে ধরতে পেরেছে মোদী সরকার। তাতে কেবল হতাশার ছবিই ধরা পড়েছে। করোনার সংক্রমণ রুখতে গত বছর মার্চ মাসে সারা দেশে লকডাউন জারি করা হয়েছিল।
প্রসঙ্গত, সোমবার লোকসভায় বিজেপি সাংসদ বিজেন্দ্র সিংহের প্রশ্নের উত্তরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, লকডাউনের প্রথম তিনমাসে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। উৎপাদন, পরিবহণ, নির্মাণের মতো ন’টি ক্ষেত্রে কর্মসংস্থান ২ কোটি ১০ লক্ষ থেকে কমে দাঁড়ায় দু’কোটিতে। কর্মসংস্থান সংকোচনের হার ৭.৫ শতাংশ। এই সময়ে মহিলাদের কর্মসংস্থানও ৯০ লক্ষ থেকে কমে দাঁড়ায় ৮৩ লক্ষে। লকডাউনে কর্মসংস্থান নিয়ে এর পরবর্তী কোনও তথ্য নেই বলে জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।