মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে তখন নক্ষত্র সমাবেশ। দর্শকাসনে অভিনেত্রী স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, পরিচালক মহেশ ভাট, পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী , সমাজকর্মী মেধা পাটকর প্রমুখ।মঞ্চে জাভেদ আখতার এবং পবন বর্মাকে দুপাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মোদীও ভয় পান’। ব্যস, গোটা প্রেক্ষাগৃহ ফেটে পড়ল হাততালিতে।
জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। তাঁদেরকে পাশে বসিয়েই ফের একবার বিজেপিমুক্ত ভারত ও দিন বদলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাট মমতাকে বলেছেন, ‘আমরা যখন আশার আলো ছেড়ে দিয়েছিলাম, যখন আমরা অন্ধকারে ছিলাম তখন আপনি আশার আলো দিয়েছেন। স্টোরি অফ ইন্ডিয়া আজ হারিয়ে গিয়েছে, এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এখন আপনিই আশা।’ মমতা এদিন দিন বদলের বড় দায়িত্ব পালনের ভার দিয়েছেন নাগরিক সমাজের উপরেও। ৯৯ শতাংশ কাজ নিজের কাঁধে নেওয়ার অঙ্গীকার করে মমতার আহ্বান, ‘সিভিক সোসাইটিকেই গুরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পেশিশক্তিকে আমরা ভালোবাসি না’।
মহেশ ভাটের প্রশ্নের পর মমতা বলেছেন, ‘বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু’জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।’