সারা দেশে মুদ্রাস্ফীতির চরম গতির মধ্যেও স্থির ছিল আম-জনতার নিত্য প্রয়োজনীয় একটি পণ্যের দাম। সেটা দেশলাই। সবাই বলতেন, ‘আচ্ছে দিন’-এর রমরমায় এই একটিমাত্র বস্তুই মহার্ঘ ছিল। এবার তাতে ইতি পড়ল। আজ, বুধবার থেকে দাম বাড়ছে দেশলাই বক্সের। ছিল এক টাকা। হচ্ছে দু’টাকা।
প্রসঙ্গত, টানা ১৪ বছর পর এই প্রথম দাম বাড়ল দেশলাই বক্সের। সেটা ২০০৭ সাল। কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। দেশলাইয়ের সিঙ্গেল বক্সের দাম ছিল ৫০ পয়সা। ওই বছরই তা বেড়ে হয় এক টাকা। তারপর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর একেবারে ওলটপালট হয়ে গেলেও দেশলাই ছিল সেই এক টাকাতেই। এবার আর উৎপাদন খরচের সঙ্গে এঁটে উঠতে পারছে না সংস্থাগুলি। তাই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ‘দ্য অল ইন্ডিয়া চেম্বার অব ম্যাচেস।’