ফের হেঁশেলে আগুন। দাম বাড়ল গ্যাসের। তবে এবার মাথায় হাত হোটেল মালিকদের। কারণ, বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১০০ টাকা বেড়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা। তবে এবার মহানগরীর বাসিন্দাদের সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২ হাজার ১৭৪ টাকা ৫ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ের বাসিন্দাদের সিলিন্ডার কিনতে দিতে হবে ২ হাজার ৫১ টাকা। আগে খরচ হত ১ হাজার ৯৫০টাকা। বাণিজ্যনগরীতে ১০১ টাকা বেড়েছে। ২ হাজার ৫০ টাকার বদলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে ২ হাজার ১০৪ টাকা খরচ করতে হবে। চেন্নাইতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ২ হাজার ১৩৩টাকা লাগত। তবে এবার সেখানে গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ২৩৪ টাকা ৫০ পয়সা।
বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। একে দ্রব্যমূল্য বৃদ্ধি নাজেহাল দশা তাঁদের। তার উপর আবার গ্যাসের দাম বাড়ায় ব্যবসা চালানোই দায় হয়ে যাবে বলেই দাবি হোটেল ব্যবসায়ীদের। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আরও বাড়তে হোটেলের খাবারদাবারের দাম। সপ্তাহান্তে রেস্তরাঁয় রসনাতৃপ্তিতে গুনতে হতে পারে অতিরিক্ত গ্যাঁটের কড়ি।
তবে এবার রান্নার গ্যাস সিলিন্ডারে দামে কোনও পরিবর্তন নেই। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেও পুজোর মুখে রান্নার গ্যাসের দাম বেড়েছিল। সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৯২৬ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মধ্যবিত্তের কার্যত হাঁসফাঁস দশা। তারই মাঝে ফের গ্যাসের দাম বাড়ায় পুজোর মুখে আমজনতা যে বড়সড় ধাক্কা খেয়েছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
