মঙ্গলবারই মুম্বই সফরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে এবং শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর আজ, বুধবার মুম্বই সফরের দ্বিতীয় দিনে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপিবিরোধী জোট নিয়ে যে দু’ জনের মধ্যে কথা হবে তা বলাইবাহুল্য।
তৃতীয়বার বঙ্গজয়ের পরই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে একাধিক রাজ্যে সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। বহু রাজ্যেই কংগ্রেস-সহ একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নেতা-নেত্রী। তৃণমূলের এই সংগঠন বৃদ্ধিকে ভাল ভাবে নিচ্ছে না কংগ্রেস। তবে এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, ‘বাংলার বাইরে সংগঠন তৈরি করছে তৃণমূল। দলবৃদ্ধির অধিকার সকলের আছে।’ নবাব জানিয়েছেন, ‘মহারাষ্ট্র সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ ০@ওয়ারের সঙ্গে দেখা করবেন তিনি। সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে দুজনের মধ্যে কী কথা হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে তা জানাবেন তৃণমূল নেত্রী।’