চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরতে এবার দলের সংবিধান বদলের পথে তৃণমূল। সেই বদলের খসড়া তৈরি করবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেই বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘দল বড় হচ্ছে। আমরা গ্রোয়িং পার্টি। ২০২৪ সালে গোটা দেশকে পথ দেখাবে তৃণমূল। সর্বভারতীয় স্তরে শক্তি বাড়ানোর কাজ এখন থেকেই শুরু হবে।’
দলের ওয়ার্কিং কমিটিতে এখন ২১ জন সদস্য রয়েছেন। এই সংখ্যা আরও বাড়াতে চায় তৃণমূল। ভিনরাজ্য থেকে যাঁরা দলে আসছেন তাঁদেরও কাউকে কাউকে ওয়ার্কিং কমিটিতে জায়গা দেওয়া হবে বলে খবর। প্রসঙ্গত, সর্বভারতীয় তকমা পেলেও তৃণমূল মনে করছে দলের গঠনতন্ত্র, কর্মসূচি সময়পোযোগী করা প্রয়োজন। সেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে নেত্রীর কাঁধেই। ওয়ার্কিং কমিটির বৈঠকের পর ডেরেক বলেছেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। সর্বসম্মত ভাবে ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্তই নিয়েছে।
