একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার প্রচেষ্টা। ইতিমধ্যেই একের পর ভিনরাজ্যের নেতা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এবার গোয়া বিধানসভার এনসিপি বিধায়ক আলেমাও চার্চিলের তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। সোমবার রাতেই কলকাতায় পা রেখেছেন তিনি। জানা গিয়েছে, কজ, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দেখা করতে যেতে পারেন চার্চিল।
তবে তৃণমূলের সঙ্গে আলেমাও এর যোগাযোগ এই প্রথম নয়। এর আগেও একবার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলেমাও চার্চিল। এমনকি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। তবে সেই সময় মাত্র ২.৯১ শতাংশ ভোট পেয়ে জমানত খোয়ানোর পর, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে শরদ পাওয়ারের এনসিপিতে নাম লেখান তিনি। বর্তমানে গোয়া বিধানসভায় এনসিপির একমাত্র বিধায়ক তিনি। কিন্তু মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে ‘ঘর ওয়াপসি’র জল্পনা।
