চার দিন বন্ধ থাকবে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। ৩ ডিসেম্বর শুক্রবার রাত ১০টা থেকে ৬ ডিসেম্বর সোমবার সকাল ছটা পর্যন্ত উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এমনিতে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই নতুন, পুরনো সমস্ত উড়ালপুলের নির্দিষ্ট সময়ান্তরে স্বাস্থ্য পরীক্ষা হয়।
পুজোর আগে দীর্ঘ সময়ে বন্ধ ছিল নাগেরবাজার ফ্লাইওভার। তার আগে শিয়ালদহ ফ্লাইওভারের ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছিল। এবার পার্ক স্ট্রিট ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হবে।
লোড টেস্টিং হবে ওই সময়ে। ট্রাফিক অ্যাডভাইজারিতে জানানো হয়েছে, যে সময়ে উড়ালপুল বন্ধ থাকবে সেই সময়ে উত্তর-দক্ষিণে যাতায়াতের জন্য জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে। অর্থাৎ সমস্ত গাড়িই চলবে ফ্লাইওভারের নীচের রাস্তা দিয়ে।