শীতকালীন অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার। অভিযোগ, সংসদের গত বাদল অধিবেশনের শেষ দিনে তাঁরা উশৃঙ্খল আচরণ করেছিলেন। এবার সাসপেন্ড হওয়া ১২ বিরোধী সাংসদের ক্ষমা চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, সোমবার ১২ জনকে সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদের জন্য সাসপেন্ড করা হলেও সমঝোতার রাস্তা খোলা রেখে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, রাজ্যসভা চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলে সরকার সাসপেনশন প্রত্যাহারের কথা খোলা মনে ভেবে দেখবে। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতির প্রশ্ন, কীসের জন্য ক্ষমা? সংসদে মানুষের ইস্যু তোলার জন্য? কখনই নয়।
রাহুলের পাশাপাশি আরজেডি এমপি মনোজ ঝা-ও বলেন, কীসের জন্য ক্ষমা! সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এর কোনও নজির নেই। পুরোটাই অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক। আমরা সরকারের সঙ্গে কথা বলতে চাই। কোনও উপায় না বেরলে গোটা অধিবেশন বয়কটের কথা ভাবা উচিত। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা করছে। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।