ওয়াক আউট করবে না তৃণমূল। বরং সংসদে থেকেই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা বললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। একই সঙ্গে জানিয়েছেন, ১২ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে গোটা শীতকালীন অধিবেশন জুড়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্না দেবে তৃণমূল।
বাকি বিরোধীদের মতো ওয়াকআউটের পথে তৃণমূল হাঁটবে না জানিয়ে ডেরেক বলেন, ‘আমরা সংসদ থেকে ওয়াকআউট করব না। বিজেপি এটাই চায়। আমরা সংসদে থেকে সরকারের বিরুদ্ধে নিজেদের লড়াই চালিয়ে যাব।’ উল্লেখ্য, এদিন সাংসদদের সাসপেনশন ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। তবে তৃণমূল সেই বিক্ষোভে সামিল না হয়ে পৃথক বিক্ষোভ শুরু করে। ডেরেকের যুক্তি, তৃণমূল একা ভোটে লড়েছে, তাই তাদের কারোর কাছে দায়বদ্ধতা নেই। তবে তিনি জানান, তৃণমূল বিরোধী ঐক্যের পক্ষে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক বলেন, ‘আমাদের দুই সাংসদ আগামীকাল থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধর্নায় বসবেন। আমরা অন্যান্য সংসদ সদস্যদেরও আমাদের সংসদ সদস্যদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে আমন্ত্রণ জানাব।’
উল্লেখ্য, ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষই। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের আবেদন সত্ত্বেও সেই আর্জি খারিজ করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। তিনি জানান, এমন ঘটনা সংসদ কক্ষে আর ঘটবে না এমন আশ্বাস তিনি পাননি৷ তাই সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যসভা চেয়ারম্যান। এর পরেই বিরোধী সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে যান। তবে তৃণমূল ওয়াকআউট করেনি।