উৎসবের মরশুমেও দেশে কোভিড গ্রাফ মোটের উপর নিম্নমুখী থাকায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে একদিনে অনেকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। এবার স্বস্তি দিয়ে ফের ৬ হাজারের ঘরে নামল তা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২।
দৈনিক আক্রান্তের পাশাপাশি এদিন কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সোমবার এই সংখ্যা ছিল দুশো’র বেশি। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৯৮০ জন। অন্যদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪০ লক্ষ ১৮ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১১৬ জন। আবার, দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৩ হাজারের বেশি। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৫৪৩। যা গত ৫৪৬ দিনের মধ্যে সর্বনিম্ন।
