একুশ সাল শেষের পথে। আগামী বছরের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলছে জাতীয় রাজনীতিতে। কারণ ২০২২ সালে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। যার মধ্যে আছে দ্বীপরাজ্য গোয়াও। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান কী হতে চলেছে তা ঠিক করতেই তৃণমূলের শীর্ষ সাংগঠনিক স্তর ওয়ার্কিং কমিটির আজ, সোমবার বৈঠক হতে চলেছে।
আজ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই হবে এই বৈঠক। এই বৈঠকে ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই হাজির থাকতে বলা হয়েছে।আগামী দিনে জাতীয় পর্যায়ে দলের অভিমুখ ঠিক কি হবে সেই কথাই বৈঠকে জানাবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুরু হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা সাংসদদের ভূমিকা কি হতে চলেছে তাও ঠিক করে দেওয়া হবে আজকের বৈঠক থেকে।
ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিতে শুরু করেছেন একাধিক সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ নেতা। আছেন লুইজিনহো ফেলারিও, অশোক তনওয়ার, রাজেশপতি ও ললিতেশপতি, কীর্তি আজাদ, পবন বর্মা-সহ অনেকেই। এছাড়া গত সপ্তাহেই যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। এই পরিস্থিতিতে দলকে সর্বভারতীয় চেহারা দিতেই আগামী দিনে তৃণমূলের অবস্থান কি হতে চলেছে তাই আজ স্থির হতে পারে বলে সূত্রের খবর। তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের সমস্ত নেতাদের মধ্যে আলাপ পরিচয়, সমন্বয় সাধন করা হবে এই বৈঠক থেকে।