শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই লাগাতার অধিকারী পরিবারকে নিশানা করছেন রাজ্যের মত্স্যমন্ত্রী অখিল গিরি। রবিবার, দলীয় সভায় যোগ দিয়ে ফের রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করলেন তিনি। তৃণমূলের দলীয় সভা থেকে অখিল বলেন, ‘রাজ্যের বিরোধী দলনেতা এত বড় বড় কথা বলেন। তিনি তো মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ’ বলে বেড়ান। তা ওঁ তো বিশাল পণ্ডিত!
ওঁকে বরং সকলে শংসাপত্র দেখাতে বলুন। এত বড় বড় কথা বলেন এদিকে সব ডিগ্রি তো ভুয়ো। দম থাকলে কাগজ দেখান। আমি খোলা চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের বিরোধী দলনেতা বিহার থেকে জাল শংসাপত্র আনিয়েছেন।’ উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরও পূর্ব মেদিনীপুরে তৃণমূলের যে ক্ষয় রোধ করা গিয়েছে তার কৃতিত্বের অনেকটাই প্রাপ্য অখিলের। তার ‘পুরস্কার’ও মিলেছে। রামনগরের বিধায়ককে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মৎস দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।