তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেও তা চাইলেও লোকসভার স্পিকার ওম বিড়লার সময় পাচ্ছিলেন না। অবশেষে স্পিকার সময় দেওয়ায় গতমাসের শেষে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। আজ, সোমবার আনুষ্ঠানিক ভাবে লোকসভায় তা জানিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা।
ফলে এবার আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনও অনিবার্য হয়ে গেল। আসানসোলে উপনির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ইতিমধ্যে সেখানে সক্রিয়। সম্ভবত জীতেন্দ্র তিওয়ারিকে সেখানে প্রার্থী করবে গেরুয়া শিবির। তবে আসানসোলে বাবুল সুপ্রিয়কে হয়তো আর প্রার্থী করবে না তৃণমূল। সূত্রের খবর, তাঁর স্থানে প্রার্থী হতে পারেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে সায়নী প্রার্থী ছিলেন। খুব কম ব্যবধানে তিনি পরাস্ত হয়েছেন। তবে মনোবল হারাননি তিনি। সংগঠনে এখন খুবই সক্রিয় এই যুবনেত্রী।
