কৃষক আন্দোলনের সামনে নতিস্বীকার করেছে মোদী সরকার। আর তারপর থেকেই ব্যাকফুটে শাসক বিজেপি। এই আবহেই আজ, সোমবার শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। তবে তার ঠিক আগের দিন সর্বদল বৈঠকে এলেন না খোদ প্রধানমন্ত্রীই। হ্যাঁ, গতকালের সর্বদল বৈঠকে গরহাজির ছিলেন নরেন্দ্র মোদী নিজেই।
সংসদের অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকের ঐতিহ্য এবং রীতিকে প্রধানমন্ত্রী স্রেফ উপেক্ষা করে যাওয়ায় ক্ষোভ দানা বেঁধেছে বিরোধীদের অন্দরে। সূত্রের খবর, বৈঠকের মধ্যেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর গরহাজিরার কারণ জানতে চান। যদিও কেন্দ্রীয় মন্ত্রীরা তার কোনও জবাব দেননি। পরে খাড়গে বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।’ বিরোধীদের কটাক্ষ, তাহলে কি প্রশ্নবাণের ভয়েই অনুপস্থিত প্রধানমন্ত্রী?
