রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ও পুরপ্রশাসক ফিরহাদ হাকিমকে এবারেও পুরনির্বাচনের মাঠে দেখতে পাওয়া যাচ্ছে। দল তাঁকে এবারেও কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে।
এদিন রীতিমত মিছিল করে ফিরহাদ হাকিম যান মনোনয়ন দাখিল করতে। তবে সার্ভে বিল্ডিংয়ের ভেতরে কোভিড বিধি মেনেই মাত্র ২জনকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, তাঁর লড়াই কারোর সঙ্গেই নয়। আমজনতা যাতে ঠিকঠাক ভাবে পরিষেবা পান সেদিকেই তিনি নজর দেবেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেদিন থেকেই মনোনয়ন দাখিল করার সুযোগ করে দেওয়া হয়। মনোনয়ন দাখিল করার শেষ দিন ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য তৃণমূলের প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গে কয়েকশো অনুগামী ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। রবিবার সকালেই কন্যাকে সঙ্গে নিয়েই ফিরহাদ হাকিমকে ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গিয়েছিল।
আর তারপরে পরেই রবিবার সকাল থেকেই ওই ওয়ার্ডে মন্ত্রীকে প্রচার করতে দেখা গিয়েছিল। আর সোমবার বেলার দিকে তাঁর দেখা মিললো শহরের সার্ভে বিল্ডিংয়ে। সেখানেই এদিন পুরনির্বাচনের জন্য দলের প্রতীক সমেত নিজের মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ হাকিম।