সোমবার কানপুর টেস্টে নতুন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন টম লাথামকে ফিরিয়ে দিতেই টেস্ট উইকেট শিকারের হিসাবে হরভজন সিংহকে টপকে গেলেন তিনি। টেস্টে ৪১৮টি উইকেট নিলেন অ্যাশ। ভারতীয়দের মধ্যে টেস্ট উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। তাঁর সামনে এখন অনিল কুম্বলে এবং কপিল দেব। ১০৩টি টেস্টে ৪১৭টি উইকেট নিয়েছিলেন হরভজন।
৮০টি টেস্ট খেলেই ৪১৮টি উইকেট পেলেন অশ্বিন। এই ম্যাচে পরে আরও একটি উইকেট পান তিনি। প্রসঙ্গত, তালিকার শীর্ষে থাকা কুম্বলে টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন। তাঁর থেকে এখনও ২০০টি উইকেট দূরে রয়েছেন অশ্বিন। তবে কপিলের থেকে বেশি দূরে নেই তিনি। কপিল টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন। আর ১৬টি উইকেট নিলেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে টপকে যাবেন অশ্বিন