বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই নতুন মাসে ফের পকেটে কোপ পড়তে চলেছে সাধারণ মানুষের। আগামী মাসেই দাম বাড়তে চলেছে দেশলাইসহ অন্য বেশ কয়েকটি দৈনন্দিন জিনিসের। জেনে নেওয়া যাক পয়লা ডিসেম্বর থেকেই কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে। এরফলে মধ্যবিত্তের পকেটে কতটা প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।
১ ডিসেম্বর থেকেই দেশলাইয়ের দাম বাড়তে চলেছে। ১টাকা দাম বাড়তে চলেছে দেশলাইয়ের বাক্সের। প্রায় ১৪ বছর পর দাম বাড়ছে এই নিত্যপ্রয়োজনীয় জিনিসটির। এর আগে ২০০৭ সালে দেশলাইয়ের বাক্সের দাম ৫০ পয়সা বেড়েছিল। তখন দেশলাইয়ের বাক্সের দাম ছিল ৫০ পয়সা। তা বাড়িয়ে করা হয় এক টাকা। ফলে সামান্য হলেও চাপ বাড়বে মধ্যবিত্তের পকেটে।
কপাল পুড়তে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’এরগ্রাহকদের। সেভিংস অ্যাকাউন্ট’এ সুদের হার কমিয়েছে এই ব্যাঙ্ক। ডিসেম্বরের ১ তারিখ থেকে নতুন হারে কার্যকর হবে। ০.০১ শতাংশ কমানো হয়েছে সুদের হার। ফলে সেভিংস অ্যাকাউন্টে পিএনবি’এর সুদের হার রয়েছে ২.৮০ শতাংশ।
এলপিজি’র দামে পরিবর্তন হওয়ার সম্ভাবনা: ডিসেম্বর মাসে বাড়তে পারে এলপিজি-র খরচ। ফের একবার সিলিন্ডারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া জেট ফুয়েলও আরও দামি হয়ে উঠতে পারে।
এল আই সি হাউজিং ফিনান্স’এ হোম লোন’এ সুদ বাড়তে পারে: চলতি মাসেই অফার শেষ হচ্ছে এল আই সি হাউজিং ফিনান্স। ফলে বাড়তে পারে এল আই সি হাউজিং ফিনান্স’এ হোম লোনে সুদের হার। তবে সংস্থা এই অফারের সময়সীমা আরও বাড়িয়ে দিতেও পারে।
সেভিংস অ্যাকাউন্ট-গুলিতে ১০ লাখের কম টাকায় এই সুদ মিলবে। ১০ লাখের বেশি টাকা থাকলে সুদ মিলবে ২.৮৫ শতাংশ। পাব্লিক সেক্টর ব্যাঙ্ক হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র পরেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ফলে এই ব্যাঙ্কের সুদ কমায় বড় অংশের গ্রাহকেরা ক্ষতিগ্রস্থ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এসবিআই ক্রেডিট কার্ড’এ খরচ বাড়বে: দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই এর ক্রেডিট কার্ডের খরচ বাড়তে চলেছে। ব্য়াঙ্কের দেওয়া তথ্য বলছে, এসবিআই এসবিআই’এর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতিটি কেনাকাটায় ৯৯ টাকা এবং ট্যাক্স আলাদাভাবে দিতে হবে। এই ৯৯ টাকা হবে প্রসেসিং চার্জ।