অভিভাবকদের উদ্দেশে ভিডিও বার্তা তৈরি করল রাজ্য স্কুল শিক্ষাদপ্তর। “বাচ্চাদের স্কুলে পাঠান। আতঙ্ক কাটিয়ে স্কুলে আসুক বাচ্চারা।” ভিডিওয় এমনই জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চিকিৎসক, একাধিক শিক্ষক ও অধ্যাপকরা রয়েছেন। ইতিমধ্যেই কোভিডের আতঙ্ক কাটিয়ে, বিধি-নিষেধ বজায় রেখে রাজ্য নির্দিষ্ট শ্রেণীর জন্য স্কুল খুলেছে। শুরু হয়েছে কলেজও। কিন্তু কলেজে উপস্থিতির হার ভালো থাকলেও দিন দিন স্কুলে উপস্থিতির হার কমছে।
উল্লেখ্য, প্রথম কয়েকদিন পড়ুয়াদের ঢল নামলেও পরে তা উদ্বেগজনকভাবে কমতে শুরু করেছে। বিশেষ করে জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতির হাল অত্যন্ত খারাপ। এই অবস্থায় অভিভাবকদের ভরসা জোগাতে এই ভিডিও বার্তা তৈরি করা হয়েছে। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি, ওই ভিডিওতে অভিভাবকদের কাছে আর্জি জানানো হয়েছে, তাঁরা যেন নিজেরা টিকা নিয়ে রাখেন। যাতে বাচ্চাদের উপর কোনও প্রভাব না পড়ে।