রবিবার সংসদের সর্বদলীয় বৈঠকে দশটি বিষয় উত্থাপন করলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন, যা নিয়ে সংসদে আলোচনা করা উচিত বলে অভিমত তৃণমূল কংগ্রেসের।
এই দশটি বিষয় হল :
১) বেকারত্ব।
২) প্রয়োজনীয় জিনিসপত্র/ জ্বালানির দাম বৃদ্ধি।
৩) আইনে এমএসপি অন্তর্ভুক্ত করুন।
৪) যুক্তরাষ্ট্রীয় কাঠামো একাধিক উপায়ে দুর্বল করা হচ্ছে।
৫) লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিনিয়োগ বন্ধ করতে হবে।
৬) বিএসএফর এক্তিয়ার।
৭) পেগাসাস ইস্যু – বাদল অধিবেশন ব্যাহত করেছে সরকার।
৮) কোভিড পরিস্থিতি।
৯) মহিলাদের সংরক্ষণ বিল।
১০) বিল গুলি ধুলিস্যাৎ করবেন না। (বিলগুলি খুঁটিয়ে দেখবেন)