কংগ্রেস ছেড়ে তৃণমূল ঘুরে অবশেষে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। এবার গ্রেফতার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা নীলরতন আঢ্য। মহিলাদের প্রতি কটূক্তি ও অশালীন ইঙ্গিতের অভিযোগে শনিবার সকালে তাঁর নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। এদিনই তাঁকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পুরনির্বাচনের প্রাক্কালে নীলরতন আঢ্যের গ্রেফতারিতে অনেকটাই চাপে পড়ে গেল গেরুয়া শিবির।
প্রসঙ্গত, নীলরতন আঢ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ নেতা হিসাবেই পরিচিত ছিলেন। কার্যত তাঁর হাত ধরেই বহরমপুর পুরসভার চেয়ারম্যান হন তিনি। তবে পরে তিনি কংগ্রেস ছেড়ে সদলবলে যোগ দেন তৃণমূল। তার জেরে তিনি চেয়ারম্যান পদ ধরে রাখার পাশাপাশে দলের গুরুত্বপূর্ণ পদও পেয়েছিলেন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনিই ফের অনুগামীদের নিয়ে যোগ দেন বিজেপিতে। তার জেরে তাঁকে বহরমপুর পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ঝড় বয়ে গেলেও বহরমপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয় বিজেপি। তৃণমূলের অভিযোগ, তাদের ঠেকাতেই তলে তলে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছিল কংগ্রেস। দুই দলের ভোট পড়েছিল একবাক্সেই। আর তার জেরেই ওই দুই আসনে জয়ী হয় বিজেপি। এবার যদিও পুরনির্বাচনের প্রাক্কালে ধাক্কা খেল বিজেপি। কারণ তাদের তরফ থেকে নীলরতন আঢ্যকেই বহরমপুরের সম্ভাব্য পুরপ্রধান হিসাবে তুলে আবার, এদিন আঢ্য গ্রেফতার হতেই চাপে পড়ে গিয়েছেন তাঁর অনুগামীরাও।