এবার পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চার নেতা। জানা গিয়েছে, অভিযুক্ত সাহেব রায় শালতোড়া থানার পাবড়া গ্রামের বাসিন্দা। পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হলে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে হুমকি দেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, পাবড়া মোড়ের এক পেট্রোল পাম্পে অভিযুক্ত সাহেব রায় তেল নিতে গিয়েছিলেন। সেখানে একটা ইস্যুতে পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে তাঁর বচসা বেধে যায়। অভিযোগ, বচসার সময় হঠাৎই কোমরের পেছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পেট্রোল পাম্পের কর্মীদেরকে ভয় দেখান তিনি। আগ্নেয়াস্ত্র দেখে হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা চিৎকার চেঁচামেচি ছোটাছুটি করতে থাকেন।
অন্যদিকে, বিপদ বাড়ছে বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে চম্পট দেন এই যুব মোর্চার নেতা। খবর দেওয়া হয় শালতোড়া থানায়। পুলিশ মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অপরাধে পুলিশ অস্ত্র আইনে ২৫ ও ২৭ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
পেট্রোল পাম্পের এক কর্মী বলেন, ‘বোতলে তেল দেওয়া বন্ধ। আমার সেই নির্দেশই মানছিলাম। কিন্তু ওঁ বোতলে তেল নিতে এসেছিলেন। সেই না শোনাতেই অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি চলছিল। আচমকাই দেখি পকেট থেকে বন্দুক বার করে ভয় দেখাচ্ছেন।’ স্বাভাবিকভাবেই আগ্নেয়াস্ত্র-সহ যুব মোর্চার নেতার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।