পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর রাজধানীতে বিশাল সভা করতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেদিনের সভায় উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে শতাব্দী প্রাচীন এই দলটি জানিয়েছে, মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে আওয়াজ তোলা প্রয়োজন।
বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, ‘পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ভোজ্য তেল ও অন্যান্য খাদ্য সামগ্রীতে হাত দিলেই ছ্যাঁকা লাগার জোগাড়। এই মূল্যবৃদ্ধির ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রত্যেক মধ্যবিত্ত বাড়িতে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। এই ইস্যুই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারে জন্য টম্যাটোর দাম, পেট্রোল-ডিজেলের মূল্যকেও অতিক্রম করে গিয়েছে। সিমেন্ট, লোহা, স্টিলের মত নির্মাণ সামগ্রীর দামও আকাশছোঁয়া। এদের দাম প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ কংগ্রেসের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকেই মোদী সরকার, সাধারণ মানুষের সমস্যা নিয়ে উদাসীন। তাদের দুর্ভোগ বা যন্ত্রণা নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই।