রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যা হলেও তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র জন্য কলম ধরেছিলেন বসুন্ধরা গোস্বামী। এবার তাঁকে পুরভোটে প্রার্থী করে চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ক্ষিতি-কন্যা। প্রার্থী তালিকা প্রকাশের পর তিনি জানান, বামেদের কাছেও তাঁর আবেদন থাকবে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক যাতে ভাল করে নেন তাঁরা।
বাম নেতার মেয়ে তথা তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপিকে রুখতে রাজনৈতিক অবস্থানে বদল প্রয়োজন বামেদের। বসুন্ধরার কথায়, ‘আবেদন করব যাতে মতিভ্রম না হয়। বলব তৃণমূলের সঙ্গে সম্পর্ক সহজ করে নিতে। রাজনৈতিক অবস্থান দিনে দিনে হাস্যকর হয়ে উঠছে সিপিএমের পক্ষে।’ ক্ষিতি-কন্যার দাবি, শিয়রে যখন বিজেপি, তখন এত বাছবিচার করার কোনও যুক্তি নেই।
তবে প্রার্থী হওয়া নিয়ে তাঁর মনে যে কিছুটা দ্বিধা ছিল সে কথা স্বীকার করে নিয়েছেন বসুন্ধরা। তিনি জানান, প্রথমে ভয় পেয়েছিলে তিনি। ঠিক করছেন কি না, আদৌ যোগ্য কি না, এ সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তাঁকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলেও জানান ক্ষিতি-কন্যা। অন্যদিকে, বাম নেতার মেয়ে তৃণমূল প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে সিপিএম।