আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দক্ষিণ আফ্রিকার পর ইতিমধ্যেই একাধিক দেশে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এবার সেই সমস্ত দেশ থেকে ভারতে আসার সমস্ত বিমান চলাচল বন্ধ করার অনুরোধ জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দ্রুত বিমান পরিষেবা বন্ধের অনুরোধ জানান।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে করোনার নতুন এক ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অতি সংক্রামক বি.১.১.৫২৯ বা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনার টিকাকেও হার মানাতে সক্ষম বলে আশঙ্কা করছেন বিজ্ঞানী-গবেষকরা। এরপরই নতুন করে করোনা আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। একদিকে যেমন শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। তেমনি বিশ্ব বাজারে কমেছে তেলের দামও। বিশ্ব অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
শনিবার সকালে দিল্লীর মুখ্যমন্ত্রীও ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করে লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, যে সমস্ত দেশ করোনার নতুন ভ্যারিয়েন্টে প্রভাবিত, সেই সমস্ত দেশ থেকে ভারতে আগত বিমানের চলাচল বন্ধ করুন। অনেক কষ্টে আমাদের দেশ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে, আমাদের যথা সম্ভব সতর্কতা অবলম্বন করে এই নতুন ভ্যারিয়েন্টকে ভারতে প্রবেশ করা থেকে আটকাতে হবে।’