সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর ভাতৃবধূদের পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল ভাতৃবধূকে পুরভোটের টিকিট দিয়ে বড় চমক দিয়েছেন তৃণমূল নেত্রী। খোদ নিজের ওয়ার্ডেই ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন তিনি। আর গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর আজ সকালেই প্রচার শুরু করে দেন কাজরী। তিনি জানান, মমতা যে তাঁকে প্রার্থী করবেন, এ কথা তিনি জানতেন না।
শনিবার সকালে প্রচারে বেরিয়ে পড়েন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বলেন, ‘প্রার্থী হওয়ার ১০ মিনিট আগেও জানতাম না যে আমি প্রার্থী হচ্ছি। মিটিং থেকে বেরিয়ে দিদি যখন ঘরে এল, তখনও দিদি আমাকে কিছু বলেনি। অন্য একজন বলল, লিস্টে তোর নাম আছে।’ উল্লেখ্য, এর আগে কখনও সরাসরি ভাবে রাজনীতির সঙ্গে যোগ ছিল না তাঁর। এই প্রথমবার ভোটে লড়াই। তাই মমতার আশীর্বাদ সঙ্গে নিয়েই নামছেন বলে জানান কাজরী। বলেন, ‘দিদি সবসময়ই ভাল কাজ করার পরামর্শ দেন, মডেল ওয়ার্ড তৈরি করার কথা বলেন।’
