কানপুর টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ভারতকে অলআউট করার পরে দুরন্ত খেলছেন দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। সারা দিনে একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। তৃতীয় দিনে ম্যাচে ফিরতে চাইবেন রহাণেরা। আর সেখানে বড় ভূমিকা নিতে পারেন স্পিনাররা। সে ক্ষেত্রে পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভরত।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ঘাড়ের চোটে মাঠে নামতে পারলেন না দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে কিপিং করতে নামলেন শ্রীকর ভরত।
বিসিসিআই-এর তরফে টুইট করে এ কথা জানানো হয়। টুইটে লেখা হয়েছে, ‘ঘাড়ে ব্যথা হয়েছে ঋদ্ধিমানের। বোর্ডের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তাঁর চিকিৎসা চলছে। তাঁর বদলে কিপিং করবেন শ্রীকর ভরত।’