কানুপর টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন কিউয়িরা। কেবল অভিষেক ম্যাচে শ্রেয়সের শতরানের উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছিল ভারতীয় সমর্থকদের মনকে। দ্রুত ৩৪৫ রানে অল আউট হওয়ার পরেও আশা ছিল রবিচন্দ্রন অশ্বিনদের উপর। কানপুরের মন্থর পিচে ঘূর্ণির জাদুতে নিউজিল্যান্ডকে নাজেহাল করার স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু সে আশায় ডল ঢেলে দিলেন কিউয়ি ওপেনার-দ্বয় টম ল্যাথাম ও উইল ইয়ং। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান।
উল্লেখ্য, এদিন প্রায় দুটো সেশন ব্যাট করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। দুই ব্যাটার ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন। অশ্বিনের ১৭ ওভার, রবীন্দ্র জাদেজার ১৪ ওভার এবং অক্ষর প্যাটেলের ১০ ওভারের মোকাবিলা করেছেন তাঁরা। ভারতীয় বোলারদের কাছে কোনও অস্ত্র ছিল না তাঁদের রক্ষণ ভাঙার। সব অস্ত্রই আটকে গেল ল্যাথামদের ব্যাটে। মাথা নিচু করে বলের সামনে ব্যাট পেতে রাখলেন তাঁরা। ১৮০ বলে ৭৫ রান করে অপরাজিত ইয়ং। ল্যাথাম অপরাজিত রয়েছেন ৫০ রানে। তৃতীয় দিন বড় রান তুলতে চাইবেন তাঁরা। অন্য দিকে থাকবে দ্রুত উইকেট ফেলার লক্ষ্যেই নামবেন রাহানেরা।