এবছর, গতবারের তুলনায় সামান্য কমলেও কোনোভাবেই ফিকে হচ্ছে না ছুটির আনন্দ। সামনের বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজোয় রাজ্যের সরকারি কর্মচারীরা একটানা ১১ দিন ছুটি পেতে চলেছেন। এছাড়াও কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে আরও চারদিন ছুটি পাওয়া যাবে। শুক্রবার রাজ্যের অর্থদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। এনআই অ্যাক্ট অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এনআই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি অবশ্য তিনদিন। ৩ অক্টোবর থেকে ৫ই অক্টোবর, অষ্টমী থেকে দশমী। সোম থেকে বুধবার। এছাড়াও রাজ্য সরকার আরও কয়েকদিন বাড়তি ছুটি দিয়েছে পুজো উপলক্ষে। মহাপঞ্চমী, ৩০শে সেপ্টেম্বর, শুক্রবার। মহাষষ্ঠী ১লা অক্টোবর, শনিবার। ২রা অক্টোবর, মহাসপ্তমী, রবিবার এমনিতেই ছুটি, ৩রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর, অষ্টমী থেকে দশমী।
প্রসঙ্গত, রাজ্য সরকার ছুটি দিয়েছে ৬ থেকে ৮ই অক্টোবর। ১০ই অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়তি ছুটি। সব মিলিয়ে ১১ দিন। এ বছর শনি ও রবিবার মিলিয়ে দুর্গাপুজোয় ছুটি ছিল ১৬ দিন। এনআই অ্যাক্ট ছাড়াও রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও ২০টি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা। দোল, সরস্বতী পুজো ও ঈদে একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গুরু রবিদাস, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজোয় বিশেষ সম্প্রদায়ের সরকারি কর্মীদের ছুটি থাকবে। তবে রবিবারে পড়ায় ২০২২ সালে একাধিক ছুটি নষ্টও হবে। তার মধ্যে রয়েছে নেতাজীর জন্মদিন ২৩শে জানুয়ারি, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ১০ই এপ্রিল, শ্রমিক দিবস ১লা মে, বখরি ঈদ ১০ই জুলাই, মহালয়া ২৫শে সেপ্টেম্বর, মহাত্মা গান্ধীর জন্মদিন ২রা অক্টোবর, লক্ষ্মীপুজো ৯ই অক্টোবর, ছট ৩০শে অক্টোবর এবং ২৫শে ডিসেম্বর বড়দিন।