বৃহস্পতিবারই পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বরই হবে ভোট। যদিও ইতিমধ্যেই যার তীব্র বিরোধিতা করছে বিজেপি। শুক্রবার পুরভোট নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ করে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যের অঙ্গুলিহেলনেই নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
এবার এরই পালটা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপকে নিশানা করে তিনি বলেন, ‘বাংলার সরকারকে না বলে ত্রিপুরা নিয়ে আগে কথা বলুন। ওখানে ভোটে যে ধরনের সন্ত্রাস হয়েছে সেদিকটা আগে দেখুন। তারপর বাংলার পুরভোট কীভাবে হবে তা নিয়ে মন্তব্য করবেন।’ শুধু তাই নয়। দিলীপ ঘোষ নাটক করছেন বলেও কটাক্ষ করেছেন কুণাল।