বৃহস্পতিবারই কলকাতা পুরভোটের দিন ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বরই হবে ভোট। তবে তার আগেই সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির ২৪ ঘণ্টার মধ্যে সুরবদল করল তারা। আগের দাবি থেকে পিছু হঠতেই দেখা গেল তাদের। একসঙ্গে পুরভোট না হলেও, একদিনে গণনা করার দাবিতে এবার সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুক্রবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। আগামী ২৯ নভেম্বর মামলার রায় দেবে আদালত। রায়ের পর কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। আমরা ভোটের জন্য তৈরি। কমিটিও তৈরি হয়ে গিয়েছে। কমিটি আমাদের কাছে প্রার্থীদের নাম পাঠাবে। তারপর চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা হবে। তবুও মনে করি সমস্ত পুরসভার বকেয়া ভোট একসঙ্গে হওয়া দরকার। তবে রাজ্য সরকারের পরিকাঠামোগত সমস্যায় পুরভোট একসঙ্গে না হলেও কমপক্ষে গণনা একসঙ্গে চাইছি।’