চলতি টেস্ট সিরিজে ভারতের সামনে সুযোগ রয়েছে টেস্ট ক্রমতালিকার শীর্ষে নিউজিল্যান্ডকে হারিয়ে এক নম্বরে উঠে আসার। কিন্তু সেটা করতে হলে শুধু সিরিজ জিতলেই হবে না, হোয়াইটওয়াশ করতে হবে কিউয়িদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার এখনও দগদগে ভারতীয় সমর্থকদের মনে। উইলিয়ামসনদের ২-০ ব্যবধানে হারাতে পারলে হয়তো সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে।
উল্লেখ্য, কানপুরে জিতে মুম্বইয়ে ড্র করলে ভারত সিরিজ জিতবে, কিন্তু টেস্টের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করতে পারবে না। এই মুহূর্তে ২২ ম্যাচে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ২৫ ম্যাচে ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে শীর্ষে উঠে আসবে ভারত।