শুক্রবার কলকাতা পুরভোটে তৃণমূলের ঘোষিত প্রার্থীতালিকায় ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, মালা রায়ের নাম থাকলেও নাম নেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “এক ইঞ্চিও খারাপ লাগছে না আমার।”
প্রসঙ্গত, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী, পুরভোটের প্রার্থীতালিকায় রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তৃণমূলের লোকসভার সাংসদ মালা রায়ের নাম না-থাকার কথা ছিল। কিন্তু সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, এবারও ফিরহাদ, অতীন এবং মালার উপর আস্থা রাখছে দল। তবে প্রার্থীতালিকায় নাম নেই শান্তনুর।
ভোটের টিকিট না পাওয়ায় তাঁর খারাপ লাগছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শান্তনু বলেন, “এটাই তো তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য। উনি যে ভাবে একটি নতুন প্রজন্ম তৈরি করছেন, যেভাবে মহিলা, সংখ্যালঘুদের জায়গা করে দিচ্ছেন, তা সারা দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার এক ইঞ্চিও খারাপ লাগছে না। আগে যে ভাবে কাজ করেছি, তার চেয়েও বেশি কাজ করব এ বার থেকে।”