এখনও পুরোপুরি কাটেনি কোভিডের প্রকোপ। দক্ষিণ আফ্রিকায় দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন রূপ। ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর তাই নির্ভর করে রয়েছে কেন্দ্রের উপর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বিসিসিআই। আগামী ১৭ই ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ভারত ‘এ’ দল এখন দক্ষিণ আফ্রিকাতেই রয়েছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি বেসরকারি টেস্ট খেলবে তারা । সেই সিরিজের প্রথম টেস্ট চলছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিরাটদের সফরের ব্যাপারে বিসিসিআই অপেক্ষা করে রয়েছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে ৮ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বিরাটদের।
প্রসঙ্গত, ভারতীয় ‘এ’ দলের যে ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন তাঁদের মধ্যে কিছু জনকে রেখে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। আফ্রিকায় করোনাভাইরাসের নতুন একটি রূপ চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। বি.১.১.৫২৯ নামক সেই রূপের কারণেই আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মত তাঁদের। বিজ্ঞানীদের মতে, করোনার এই রূপ অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে। এই সপ্তাহে করোনাভাইরাসের নতুন রূপটি আফ্রিকায় ধরা পড়েছে। প্রায় ১০০ জনের উপর করোনা ভাইরাসের এই রূপে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং চারটি টি২০ ম্যাচ খেলার কথা ভারতের।