সংবিধান দিবসের অনুষ্ঠান এড়িয়ে গেল বিরোধী দলগুলি। কংগ্রেস, শিবসেনা, তৃণমূল-সহ মোট ১৪টি বিরোধী দলই এদিন সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগদান করেনি।
আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তারই আগে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়েছে বিরোধী দলগুলি। গতকালই কংগ্রেসের বৈঠক ছিল অধিবেশন নিয়ে। এরপরই বিরোধী দলগুলির সঙ্গে কথা বলেন কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ যে ১৪টি দল সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন, তারা সকলেই শীতকালীন অধিবেশনে একজোট থাকার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে যোগদান না করার প্রসঙ্গে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বলেন, ‘এই সরকার সংবিধানকে সম্মান করে না। সংবিধান মেনে তারা দেশ পরিচালন করছেন না, কিন্তু সংবিধান দিবস পালন করতে চান। এটা আসলে একটি জনসংযোগের অনুষ্ঠান, যা বিজেপি ২০১৯ সাল থেকে শুরু করেছে’।
তৃণমূল কংগ্রেসের তরফেও জানানো হয়, বিরোধী ঐক্যের সঙ্গে একমত হয়েই তৃণমূল কংগ্রেসের তরফে কোনও সাংসদ এই অনুষ্ঠানে যোগদান করবেন না। অনুষ্ঠানে যোগদান করতে অস্বীকার করে শিবসেনা, এনসিপি, ডিএমকে, আরজেডি, বাম, আম আদমি পার্টি, শিরোমণি আকালি দল, সমাজবাদী পার্টিও।