দিল্লী সফরে গেলে বরাবরই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পরিকল্পনা থাকলেও, সেই সফরসূচীতে সোনিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য কোনও সময় বরাদ্দ করেননি তৃণমূল নেত্রী। এ নিয়ে প্রশ্ন উঠেতেই মমতার সাফ জবাব, ‘ওনার (সোনিয়া গান্ধী) সঙ্গে প্রতিবারই কেন দেখা করব? সংবিধানে এমন কোনও নিয়ম নেই।’
গতকালই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী। বিএসএফ-এর এক্তিয়ার বাড়ানো থেকে শুরু করে ত্রিপুরায় হিংসা, একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা রয়েছে কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না নেই, কারণ ওনারা পাঞ্জাবের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত।’ এরপরই তিনি বলেন, ‘সোনিয়ার সঙ্গে প্রতিবারই আমরা দেখা করব কেন? এটা কোনও সাংবিধানিক নিয়ম নয়।’