করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দিতে হবে। এবার এমনই দাবি তুলল কংগ্রেস। এ নিয়ে টুইটে রাহুল গান্ধী লিখেছেন, কংগ্রেসের দুটি দাবি আছে। ১) কোভিডে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করতে হবে। ২) কোভিডে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যদি সরকার থাকে, তবে জনগণের কষ্টকে লাঘব করা দরকার। ক্ষতিপূরণ দিতেই হবে। চার লাখ দেনা হোগা।
ক্ষতিপূরণের দাবির পাশাপাশি গুজরাত মডেলকেও কটাক্ষ করে ভিডিও পোস্ট করেছেন রাহুল। এমনকী বিজেপি গুজরাত মডেলকে গোটা দেশ জুড়ে চালাতে চাইছে বলেও খোঁচা রাহুলের। সেই ভিডিওটা কংগ্রেসের ন্যায় প্রচার কর্মসূচীর অন্তর্গত বলে উল্লেখ করা হচ্ছে। সেখানে রাহুলের প্রশ্ন, যখন হাসপাতালে তাদের সহায়তার প্রয়োজন ছিল, তখনও আপনি সেখানে ছিলেন না, যখন তারা হাসপাতালে ১৫ লাখ টাকা হারালেন তখনও আপনি ক্ষতিপূরণের জন্য নেই। এ কেমন সরকার?