উৎসবের মরশুমেও দেশে কোভিড গ্রাফ মোটের উপর নিম্নমুখী থাকায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে মঙ্গলবার প্রায় দেড় বছর পর দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৭ হাজারের ঘরে। তবে বুধবারের মতো এদিনও তা ৯ হাজারের ঘরেই রয়েছে। এই নিয়ে পর পর চার দিন ১০ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক আক্রান্ত। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২।
অন্যদিকে, দৈনিক মৃত্যু গতকাল একলাফে ৪০০ পেরিয়েছিল। এদিন তা সামান্য কমলেও ৪০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জন। আবার, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ১০ হাজার ২৬৪ জন। এদিকে, আক্রান্তের সংখ্যা কম থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিক ভাবে কমছে। সেই ধারা বৃহস্পতিবারও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ হাজার ৫৪১ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৯৪০ জন। যা গত ৫৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন।