আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাবর্তন আটকাতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই বাংলার গণ্ডি পেরিয়ে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় দল হিসেবে তুলে ধরায় প্রয়াস শুরু হয়েছে ত্রিপুরা থেকে৷ ক্রমে গোয়া এবং হরিয়ানার পর তৃণমূল নেত্রীর মিশন এখন উত্তরপ্রদেশ৷ আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ ২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপি এবং বিরোধী দলগুলির কাছে যা সেমিফাইনাল ম্যাচ৷ সেই উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরকে ধরাশায়ী করতে অখিলেশ যাদবের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী।
সেখানেই তিনি জানান, উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবকে সাহায্যে প্রস্তুত তৃণমূল কংগ্রেস৷ মমতা বলেন, “অখিলেশের যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় তবে আমরা সেটা করতে প্রস্তুত৷” উল্লেখ্য, আগামী সপ্তাহে মমতা যাবেন মহারাষ্ট্রে৷ আগামী এপ্রিল মাসে বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দিতে উদ্যোগপতিদের আমন্ত্রণ জানাবেন তিনি৷ তৃণমূল নেত্রীর ওই সফরও রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে৷ কেননা মহারাষ্ট্রে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন৷ সেকথাও মমতা এদিন সাংবাদিকদের জানান৷ তিনি বলেন, “৩০শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর মহারাষ্ট্রে থাকব৷ তখন উদ্ধব ঠাকরেজি এবং শরদ পাওয়ারজির সঙ্গে দেখা করব৷”