উৎসবের মরশুমেও দেশে কোভিড গ্রাফ মোটের উপর নিম্নমুখী থাকায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে মঙ্গলবার প্রায় দেড় বছর পর দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৭ হাজারের ঘরে। বুধবার তা বাড়লেও ১০ হাজারের নীচেই রয়েছে। এ নিয়ে পর পর তিন দিন ১০ হাজারের নীচেই থাকল দেশের আক্রান্ত। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩।
অন্যদিকে, দৈনিক আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। একলাফে ফের ৪০০ পেরিয়েছে তা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জন। আবার, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। এদিকে, সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। সেই ধারা বুধবারও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ১০৩। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। যা গত ৫৩৭ দিনের মধ্যে সর্বনিম্ন।