রাজ্যে লক্ষ্য লক্ষ্য মহিলাদের রোজগারের উপায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই হয়। সেই ধাঁচে পুরুষদের স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই উদ্যোগকে বাস্তবায়িত করার পথে নেমে পড়েছিল রাজ্য। দপ্তরের অধিকর্তারা জানিয়েছিলেন পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ দেশে এই প্রথম। পুরুষের জন্য স্বনির্ভর গোষ্ঠী দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার এবার প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করে দিল রাজ্যের পঞ্চায়েত দপ্তর।
সেই সমস্যা কাটাতেই পুরুষদের গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিয়েছিল পঞ্চায়েত দপ্তর। চলতি বছরে মোট দু’লক্ষ গোষ্ঠী গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ১লক্ষ ৩৫ হাজারের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে। পঞ্চায়েত দপ্তরের অধীনে ওয়েস্টবেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন ওই গোষ্ঠী গড়ার কাজে হাত দিয়েছে। অতি শীঘ্র সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন দফতরের কর্তারা।
এতদিন রাজ্যের মহিলারা এই সুযোগ সুবিধা পেতেন। তাদের আর্থিক ভাবে যে অনুদান এবং সাহায্যগুলি আসত তা রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীন। এবার পুরুষরাও যাতে একই ধাঁচের আর্থিক সুবিধা পেয়ে স্বনির্ভর গোষ্ঠী করতে পারেন তার জন্য উদ্যোগ নেয় রাজ্য সরকার।কাজের সন্ধানে গ্রাম ছেড়ে শহরে চলে আসার প্রবণতা ক্রমশ বাড়ছে। শহরে কাজের প্রতিযোগিতা বাড়ছে।