মুখ্যমন্ত্রীর এবারের দিল্লী সফরেও যে থাকবে একাধিক চমক তা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এর পাশাপাশি, দিল্লী সফরের দ্বিতীয় দিনে প্রবীণ গীতিকার জাভেদ আখতার এবং প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নিও সঙ্গেও দেখা করেন মমতা।
যার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে যে শীঘ্রই ওই দুজন তৃণমূলে যোগ দিতে পারেন। এবার সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আজ, বুধবার বিকাল সাড়ে ৩টের সময় বিজেপির বিতর্কিত সাংসদ স্বামীর সঙ্গে মমতার বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে খবর। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি ঘাসফুল শিবিরের দিকে পা বাড়াতে পারেন স্বামী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে।