গ্রুপ ডি নিয়োগ মামলায় স্বস্তি রাজ্যের। সিবিআই তদন্তের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তিন সপ্তাহের জন্য সিবিআই তদন্তে স্থগিতাদেশ জারি করেন। মামলার চূড়ান্ত শুনানি ২৯ নভেম্বর অর্থাৎ আগামী সোমবার।
২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের সুপারিশ করে রাজ্য। সেই নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। শেষপর্যন্ত গত ২৩ নভেম্বর সেইসমস্ত অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই ডিভিশন বেঞ্চে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর৷ সেই মতোই ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই সিবিআই তদন্তে তিন সপ্তাহের জন্য অন্তবর্তী স্থগাতিদেশ জারি করা হল। তবে আজকের মধ্যে মামলা সংক্রান্ত সমস্ত নথি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারপর প্যানেল তৈরি করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন। ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে মামলা করা হয় হাই কোর্টে।