ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) সঞ্জয় মিশ্রকে তলব করল কলকাতার নারকেলডাঙা থানার পুলিশ। আগামী কাল বৃহস্পতিবার ত্রিপুরায় ২০টি পুরসভার ভোট। ওই দিনই সঞ্জয় মিশ্রকে থানায় হাজির হওয়ার নটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ।
বিপ্লব দেবের দফতরের অন্যতম মাথা সঞ্জয় মিশ্র। বাংলার তৃণমূল নেতাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো থেকে শুরু করে যাবতীয় কূটকচালির নাটেরগুরু তিনি। প্রসঙ্গত, সঞ্জয় মিশ্র এমনিতে দিল্লীর বাসিন্দা। সর্বভারতীয় হিন্দি সংবাদপত্রে দীর্ঘদিন সাংবাদিকতাও করেছেন। বিপ্লব মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে ওএসডি পদে নিয়োগ করেন। তাঁর মূলত দায়িত্ব সংবাদমাধ্যমের বিষয়বস্তু দেখা। তথ্যসংস্কৃতি দফতরের অনেকটাই তাঁর নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের যে মিডিয়া সেলেরও নিয়ন্ত্রক তিনি।
বিপর্যয় মোকাবিলা আইনে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। যদিও ভোট ফেলে বৃহস্পতিবার তিনি আগরতলা থেকে কলকাতায় হাজিরা দিতে আসবেন কি না, সে ব্যাপারে কিছু খোলসা করেননি। উল্লেখ্য, এমনিতে বাংলার একাধিক নেতার বিরুদ্ধে ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে মামলা হয়েছে। সায়নী ঘোষকে গ্রেফতার করে এক রাত লকআপেও রেখেছিল ত্রিপুরা পুলিশ।