দীর্ঘ টানাপোড়েনের পর, ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা পেতে চলেছেন সুখবর। ৪৭৮ টি শূন্যপদের মধ্যে ৪৭৪টি পদের নিয়োগতালিকা প্রকাশিত হল। আগামীকাল থেকেই মিলবে চাকরির নিয়োগপত্র। এমনটাই ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদসূত্রে খবর, আরও ৭৩৮ টি পদে অতি দ্রুত নিয়োগ করা হবে।। ইতিমধ্যেই ৪৭৪ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার থেকেই মেধাতালিকায় জেলার যে সফলপ্রার্থীরা রয়েছেন তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেছেন, ‘আমরা যে ৪৭৪ টি শূন্যপদে নিয়োগের মেধাতালিকা ঘোষণা করলাম, সেখানে যাঁরা অফলাইনে আবেদন করেছিলেন এবং প্রথম মেধা তালিকায় যাঁরা আসতে পারেননি অর্থাত্ ‘নট ইনক্লুডেড’ সেই সকল প্রার্থীদের মধ্যে থেকে সফলদের তালিকা বের করা হয়েছে’।
তিনি আরও বলেন, ‘প্রকাশিত মেধাতালিকায় প্রায় ৩০০-এর বেশি রয়েছেন আন্দোলনরত সেই চাকরিপ্রার্থীরা যাঁরা প্রথম মেধা তালিকায় আসতে পারেননি’।