৩ কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ৩টি কৃষি আইন বাতিল করবে কেন্দ্রীয় সরকার। তারি প্রথম পদক্ষেপ হিসেবে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আইন প্রত্যাহারের খসড়া বিল পেশ করা হলে, তা পাশ হয়ে যায়।এবার সংসদের শীতকালীন অধিবেশনেই এই আইন বাতিলের প্রস্তাব আনা হবে।
আগামী ২৯ নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, অধিবেশনের প্রথম দিনেই হয়তো পেশ করা হতে পারে কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১। কৃষি মন্ত্রকের তরফেও এই বিল নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ২৯ নভেম্বর অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। তবে সেই আলোচনার চূড়ান্ত দিন এখনও ধার্য হয়নি।
কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের নেতৃত্ব দেন উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ এবং কৃষক সভার নেতা হান্নান মোল্লা। তিনি বলেন, ‘এই আইন পাশ হওয়ারই ছিল। প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছে তখন তা করতেই হবে। কিন্তু প্রধানমন্ত্রী উল্টো আচরণ করলেন। একটি গণতান্ত্রিক দেশে এই ঘোষণা ক্যাবিনেট থেকে করা উচত ছিল, কিন্তু উনি ঘোষণা করে তারপর ক্যাবিনেটে গেলেন। চারটির মধ্যে একটি দাবি মেনেছে সরকার। বাকি তিনটি দাবির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দাবি এমএসপি সংক্রান্ত’।