রাজ্যে ধাপে ধাপে পুরভোট কেন? কেন বাকি কেন্দ্রগুলিতেও পুরসভা ভোটের আয়োজন করা হচ্ছে না? বিরোধীরা যখন এমনই প্রশ্ন তুলে বিতর্ক তৈরির চেষ্টা করছেন, তখন রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, মূলত কোভিড পরিস্থিতির কথা ভেবেই এই দুই পুরসভায় আগে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে কমিশন যে হলফনামা জমা দিয়েছে তাতে বলা হয়েছে, কলকাতায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ এবং হাওড়ায় ৫৫ শতাংশ নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে। রাজ্যের বাকি পুরসভাগুলিতে এখনও এত টিকাকরণ হয়নি। সেই কারণেই কমিশন ধাপে ধাপে পুরভোট করার সিদ্ধান্ত নিয়েছে।
গত বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল পুরভোট কেন শুধু কলকাতা আর হাওড়াতেই হচ্ছে? কমিশন আদালতকে জানায় এ ব্যাপারে তারা হলফনামার মাধ্যমেই তাদের বক্তব্য জানাতে চায়। সূত্রের খবর, সোমবার আদালতে সেই হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। যাতে বলা হয়েছে, ধাপে ধাপে পুরভোট করা হলে টিকাকরণ অনেকটা এগিয়ে যাবে। ফলে পুরসভা নির্বাচন হবে অনেক নিরাপদে।