একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হতে হয়েছিল তাঁকে। কিন্তু খুব ভাল ভাবেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রিত্ব পদ সামলিয়েছিলেন তিনি। এবার তাই নতুন করে গঠিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিনয়কৃষ্ণ বর্মণ, সাবিত্রী মিত্র এবং মৃদুল গোস্বামীকে। এছাড়া আরও ১০ জনকে এই পর্ষদের সদস্য করা হয়েছে।
১০ জন সদস্যের মধ্যে ২ জন সদস্য জলপাইগুড়ি জেলার মিনতি রায় ও বিজয়চন্দ্র বর্মণ। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আছেন কল্পনা কিস্কু ও গৌতম দাস। কোচবিহার জেলায় আছেন করিম মিঞা। আলিপুরদুয়ার জেলায় মনোনীত হয়েছেন জেমস কুজুর। দার্জিলিং থেকে মনোনীত হয়েছেন রঞ্জন সরকার। উত্তর দিনাজপুর জেলা থেকে মনোনীত হয়েছেন হামিদুল রহমান। আর মালদা জেলা থেকে মনোনীত হয়েছেন প্রতিভা সিং।