ত্রিপুরায় রাজনৈতিক টানাপোড়েনের আবহে দিল্লী সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে প্রথম দিন বেশ কিছুক্ষণ অন্ধকারে কাটাতে হল তৃণমূল নেত্রীকে। প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল দিল্লীর সাউথ অ্যাভিনিউয়ে।
সোমবার বিকেল ৪টে ২৫ মিনিটে দিল্লী পৌঁছন মমতা। এরপর সাউথ অ্যাভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোয় যান। রাজধানী গেলে এটাই তাঁর আস্তানা- ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউ। এ দিন ঠিক সন্ধে পৌনে ৭টা নাগাদ আলো নিভে যায় গোটা এলাকার। এ তল্লাটে নেতা-মন্ত্রীদের বাস। ঢিল ছোঁড়া দূরত্বে রাষ্ট্রপতি ভবন। এমন হাই-প্রোফাইল জায়গায় প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
এমন বেনজির ঘটনার কারণ কী? সূত্রের খবর, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় এনডিএমসি। উল্লেখ্য, এই সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন।
এ দিন দিল্লি যাওয়ার আগে ত্রিপুরার হিংসা নিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। বলেন,’বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই। কথায় কথায় খুন করা হচ্ছে। গুন্ডারা আর্মস নিয়ে পুলিসের সামনে রাস্তায় ঘুরছে। নির্বাচনের নামে ত্রিপুরায় প্রহসন চলছে। তারপরেও আমাদের কর্মীরা কাজ করছেন। মানুষ এর জবাব দেবে’।